Saturday, September 14, 2024

জন্মদিনে গেইলকে সম্মান জানাল আইসিসি

- Advertisement -

ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইলের ৪২তম জন্মদিন ছিল গতকাল। ৪২ বছরে পা দেয়া ক্যারিবীয় এই তারকাকে সম্মান জানিয়ে টুইট করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।১৯৭৯ সালের ২১ সেপ্টেম্বর জ্যামাইকার কিংসটনে জন্মগ্রহণ করেন গেইল। ১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে টরেন্টোতে ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় তার।
গত ২১ বছরে জাতীয় দলের হয়ে ১০৩টি টেস্ট, ৩০১টি ওয়ানডে আর ৫৮টি টি-টেয়েন্টি ম্যাচ খেলেছেন গেইল। জাতীয় দলের হয়ে সবমিলে ৪৬২ ম্যাচে ৪২টি সেঞ্চুরি আর ১০৪টি ফিফটির সাহায্যে ১৯ হাজার ৩২১ রান করেন তিনি।শুধু তাই নয়, ওয়ানডে বিশ্বকাপে প্রথম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন গেইল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেন এই বিধ্বংসী ব্যাটসম্যান। টেস্টে ট্রিপল সেঞ্চুরি (৩৩৩) রয়েছে তার।জাতীয় দলের চেয়েও বিভিন্ন দেশের টি-টোয়েন্টি টুর্নামেন্টে বেশ জনপ্রিয় ক্রিস গেইল। ক্রিকেট বিনোদনের ফেরিওয়ালা হিসেবে পরিচিত গেইল ফ্রাঞ্চাইজি প্রতিযোগিতায় ৪০৪ ম্যাচে অংশ নিয়ে রেকর্ড ২২টি সেঞ্চুরির সাহায্যে সর্বোচ্চ ১৩ হাজার ২৯৬ রান সংগ্রহ করেছেন।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত