খুন হননি,আত্মহত্যাই করেছেন অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। সিবিআইকে এমনই জানিয়েছেন এইমসের চিকিৎসকরা।সুশান্তের বিষক্রিয়ায় মৃত্যু বা কেউ তাঁকে শ্বাসরোধ করে খুন করেছে, এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন এইমসের ওই বিশেষজ্ঞ চিকিৎসকের দল। মূলত সুশান্তের পরিবার এবং তাদের আইনজীবীই এই খুনের অভিযোগ তুলেছিলেন।গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের দেহ। ময়নাতদন্তের রিপোর্টে প্রাথমিক ভাবে মুম্বই পুলিশ জানায় গলায় ফাঁস লাগার ফলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। প্রথম থেকেই ইঙ্গিত ছিল আত্মহত্যা দিকে।যদিও একথা মানতে রাজি ছিলেন অভিনেতার পরিবার এবং অনুরাগীরা। বলিউডের অনেক তারকাও সুশান্তের মৃত্যু প্রসঙ্গে সওয়াল করেছিলেন। সবার অভিযোগের আঙুল উঠছিল সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর দিকে।কোনো প্রমাণ ছাড়াই কার্যত রিয়ার বিরুদ্ধে হামলে পড়েন সুশান্তের অনুরাগীরা। এক শ্রেণির সংবাদমাধ্যমও দাবি করতে শুরু করে রিয়াই সুশান্তকে খুন করেছে। দেশের আর অনেক সমস্যা থাকলেও, তাদের সন্ধ্যার প্রাইম-টাইমের বিষয়বস্তু একটাই হয়ে উঠেছিল, কী ভাবে রিয়াকে দোষী ঠাহর করা যায়। ধীরে ধীরে রিয়ার পক্ষেও সমর্থন বাড়তে থাকতে। যে ভাবে তাঁর ‘মানহানি’ করা হচ্ছে, এর প্রতিবাদে গর্জে ওঠেন বিদ্যা বালান, তাপসী পান্নু, স্বরা ভাস্কর, ফারহান আখতার, অনুরাগ কাশ্বপ-সহ আরও অনেকে।এর পর মামলা যায় সিবিআইয়ের হাতে। পাশাপাশি সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখতে তৈরি হয় দিল্লি এইমসের চারজন ফরেনসিক বিশেষজ্ঞের দল। এই টিমের লিডার ছিলেন এইমসের দরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান ডক্টর সুধীর গুপ্তা। এর আগেও সিবিআইয়ের সঙ্গে একাধিক হাই-প্রোফাইল কেসে কাজ করেছেন তিনি।এইমসের প্যানেল তাদের ছানবিন শেষ করেছে এবং ফাইল জমা দিয়েছে সিবিআইয়ের হাতে। অন্যদিকে শোনা গিয়েছে, মুম্বই পুলিশের পথে হেঁটেই আত্মহত্যায় প্ররোচনা এই সম্ভাবনায় সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে সিবিআই।
অনলাইন ডেস্ক