Wednesday, September 18, 2024

ইতালিতে বাংলাদেশীদের হাতে বাংলাদেশী খুন

- Advertisement -

ইতালিতে রশিদ হাওলাদার (৪৪) নামে এক বাংলাদেশিকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলা জানিয়েছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার(১৮ জুলাই) রাতে বাণিজ্যিক নগরী মিলানে এ ঘটনা ঘটে। জানা গেছে, মিলানের প্রাণকেন্দ্র স্তাদেরা এলাকায় মন্তেগানি রোডে পৌর বাজারের সন্নিকটে স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে তর্কাতর্কির এক ফাঁকে ৬ বাংলাদেশি মিলে রশিদকে খুন করে। এর আগে মারাত্মক আহত অবস্থায় তাকে ফেলে তারা পালিয়ে যান। পরে স্থানীয় সান পাওলো হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে সে মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে হাতুড়ি ও চেইনসহ খুনিদের ফেলে যাওয়া বেশ কিছু আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় ২ খুনিকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করার পর খুনিদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অন্য আরেকটি সূত্রে জানা যায়, নিহত বাংলাদেশীর ইতালিতে বৈধ স্টেট পারমিট (পেরমেসসো দি সোজ্জর্নো) ছিলো। হত্যাকান্ডের আগে থেকে স্তাদেরার ওই এলাকাটি পুলিশের খাতায় ‘ক্রাইম জোন’ হিসেবে চিহ্নিত ছিল। নিহত ও খুনিদের বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জে বলে জানা গেছে।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত