Monday, September 16, 2024

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে, সুপার লিগের শীর্ষে ইংল্যান্ড

- Advertisement -

গতকাল (বুধবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে তিন উইকেটে হেরে সিরিজ খোয়া গেছে ইংল্যান্ডের। তবুও আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের শীর্ষস্থানেই আছে তারা। তাদের সংগ্রহ ৩০ পয়েন্ট। অন্যদিকে দুই নম্বরে থাকা অজিদের সংগ্রহ ২০ পয়েন্ট।গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ইংল্যান্ড। স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই বিদায় নেন দুই ব্যাটসম্যান। তবে বেয়ারস্টোর শতকে তিনশ পার করা পুঁজি পায় স্বাগতিকরা। ফিফটি করেন স্যাম বিলিংস এবং ক্রিস ওকস। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন মিচেক স্টার্ক এবং অ্যাডাম জাম্পা।জবাব দিতে নেমে মাত্র ৭৩ রানেই ৫ উইকেট হারায় অজিরা। এরপর ম্যাক্সওয়েল-ক্যারির জুটিতে জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি। ওকস এবং জো রুটের শিকার সমান দুটি করে উইকেট।এখন পর্যন্ত শুধু ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ড বিশ্বকাপ সুপার লিগে অংশ নিয়েছে। তবে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান এবং জিম্বাবুয়ে আইসিসির এই নতুন নিয়মের খেলায় অংশ নেয়নি।প্রতিটি দল হোম এবং এ্যাওয়ে ভিত্তিতে ৮টি দলের বিপক্ষে সিরিজ খেলবে। প্রতিটি সিরিজ হবে তিন ম্যাচের। স্বাগতিক ছাড়াও পয়েন্ট টেবিলের শীর্ষ দল আগামী ২০২৩ বিশেকাপে অংশ নেবে।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত