Saturday, October 12, 2024

শার্শায় আ’লীগের আট নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

- Advertisement -

যশোরের শার্শার উলাশী বাজারের ব্যবসায়ী মতলেব আলীর কাছে চাঁদা দাবি করে না পেয়ে কুপিয়ে জখম এবং তার কাঁচামালের আড়ৎ ভাঙচুরের অভিযোগে ঘটনার তিন বছর পর স্থানীয় আওয়ামী লীগের আটজনের নামে বুধবার আদালতে মামলা হয়েছে। মতলেব আলী বাদী হয়ে এ মামলা করেছেন।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি যশোরের বিশেষ পুলিশ সুপারকে আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন উলাশীর তরিকুল ইসলাম মিলন, জালাল, আব্দুল আলীম, খালপাড়ের মঈন, সোহেল, পূর্ব পাড়ের আশিক হোসেন, বাজার এলাকার রাজু আহমেদ ও দক্ষিণ পাড়ার টুটুল।

ব্যবসায়ী মতলেব আলী মামলায় উল্লেখ করেছেন, উলাশী বাজারে তার মেসার্স সবজি ভান্ডার নামে কাঁচামালের একটি আড়ৎ রয়েছে। উল্লেখিত আসামিরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তারা চাঁদাবাজি ও ভূমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। আসামিদের মধ্যে তরিকুল ইসলাম মিলন বিগত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মেম্বার প্রার্থী ছিলেন। মতলেব আলী নির্বাচনে তার পক্ষে কাজ না করার কারণে তরিকুল ইসলাম মিলন ক্ষিপ্ত ছিলেন। এরই জের ধরে নির্বাচনের পরদিন ২০২১ সালের ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে আসামিরা মতলেব আলীর আড়তে গিয়ে তাকে গালিগালাজ এবং তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। না দেয়ায় আসামিরা তাকে কুপিয়ে জখম করেন। এছাড়া আড়ৎ ভাঙচুর করেন। সেসময় আসামিদের বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে পারেননি।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিনি এ মামলা করেছেন।

রাতদিন সংবাদ/আর কে-২০

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত