Wednesday, October 9, 2024

শহরের শংকরপুরে বিয়ে বাড়িতে বোমা হামলা ও মারপিটের মামলায় দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট

- Advertisement -

যশোর শহরের শংকরপুর পশ্চিমপাড়ায় বিয়ে বাড়িতে বোমা হামলা ও মারপিটের মামলায় দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় অপর দুইজনের অব্যহরিতর আবেদন করা হয়েছে চার্জশিটে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফ আল মামুন।

অভিযুক্ত আসামিরা হলো, শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার জাহিদ হাসান শুভ ও একই এলাকার আমান উল্লাহ।
মামলার অভিযোগে জানা গেছে, শংকরপুর পশ্চিমপাড়ার শুকুর আলীর মেয়ে সাদিয়া খাতুনকে আসামি শুভ রাস্তা ঘাটে উত্যক্ত করতো। শুকুর আলীকে ঘটনাটি জানায় তার মেয়ে। বিষয়টি তিনি আসামি শুভ ও তার পরিবারকে জানায়। শুভ ও তার পরিবার বিষয়টির কোন গুরুত্ব দেয় না। বরং সাদিয়াকে প্রেমের প্রস্তাব দেয় আসামি শুভ। সাদিয়া রাজি না হওয়ায় তার পরিবারকে মারপিট ও খুন জখমের হুমকি দেয়া হয়।

২০২২ সালের ৩০ মে সাদিয়ার বিয়ের দিন ছিলো। শংকরপুর পশ্চিম পাড়ায় তিনি তার শ্বশুর বাড়ি বিয়ের আয়োজন করেন। ওই দিন রাত আনুমানিক সাড়ে ১১ টায় বিয়ের সব কার্যক্রম শেষ হয়ে যায়। বিয়ের কার্যক্রম শেষে তিনি ও তার ছেলে মাসুদ রানা, মাসুদ রানার স্ত্রী বাবলী খাতুন এবং তার শ্বাশুড়িকে নিয়ে বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে আসামিরা তাদের গতি রোধ করে। আসামি শুভ ধারালো চাকু দিয়ে আঘাত করতে গেলে মাসুদ রানা হাত দিয়ে ঠেকায়। অন্য আসামিরা কিল, চড়, লাথি, ঘুষি মেরে মাসুদ রানাকে গুরুতর আহত করে। আসামিরা ধাক্কাতে ধাক্কাতে মাসুদ রানাকে ঘরের মধ্যে নিয়ে যায়। সে সময় মাসুদের চিৎকার দিলে আসামিরা খুন জখমের হুমকি দিয়ে পালিয়ে যাওয়ার সময় তিনটি হাত বোমা মাসুদকে লক্ষ্য করে ছুড়ে মারে। একটি বোমা রাস্তার পাশের দেয়ালে লেগে বিষ্ফোরিত হয়। অন্য দুটি বোমা অবিষ্ফোরিত অবস্থায় রাস্তার উপর পড়ে থাকে।

-রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত