Tuesday, October 15, 2024

শংকরপুরের ছয়জনের বিরুদ্ধে চার্জশিট

- Advertisement -

যশোরে যুবলীগ নেতা কামাল হোসেন তুহিনসহ তিনজন জখমের মামলায় ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

অভিযুক্তরা হলেন, বেজপাড়া কবরস্থান এলাকার ইমান আলীর ছেলে সাইফুল ইসলাম সবুজ, শংকরপুর হারান কলোনির শামছুরের ছেলে মাহফুজ গাজী, আহমেদের ছেলে তাজুল ইসলাম ওরফে তাজু, শংকরপুর আশ্রম রোডের জহুর আলীর দুই ছেলে ইসহাক ও সাজ্জাদ ওরফে সাজু এবং ষষ্ঠীতলার আব্দুল খালেকের ছেলে মনিরুল ইসলাম নিরব।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই জয়ন্ত সরকার এ চার্জশিট জমা দিয়েছেন।

মামলার এজাহার ও তদন্ত সূত্রে জানা যায়, শহরের সাত নম্বর ওয়ার্ড যুবলীগের আহবায়ক তুহিন। গত ১৭ মে সাবেক প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের কর্মসূচিতে যাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। একপর্যায়ে ওই এলাকার সাহেদ উর রহমান রনি ও কামাল হোসেন তুহিন বিষয়টির মিমাংসা করেন।

এ ঘটনার পর রাত সোয়া ৮টার দিকে আসামিরা অজ্ঞাতনামা আরও ১০/১২ জন শংকরপুর আশ্রম রোডে এসে কামাল হোসেন তুহিনের ওপর হামলা চালান। তারা কামাল হোসেন তুহিনকে লক্ষ্য করে পরপর দুটি বোমার নিক্ষেপ করে। সরে যাওয়ায় তুহিন প্রাণে রক্ষা পান। তবে সেখানে থাকা কামাল নামে একজন ট্রাকচালক বোমার আঘাতে গুরুতর জখম হন। আসামিরা এসময় তুহিনকে কুপিয়ে জখম করেন। তুহিনের ছেলে রোহান এগিয়ে আসলে তাকেও জখম করে আসামিরা। এরপর দেলোয়ার হোসেন সুহিন ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

এ ঘটনার পরের দিন তুহিনের ভাই দেলোয়ার হোসেন সুহিন বাদী হয়ে কোতোয়ালি থানায় প্রথমে লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগে রনিকে প্রধান আসামি করা হয়। পরবর্তীতে এ ঘটনায় রনিকে বাদ দিয়ে অপর আসামিদের বিরুদ্ধে ওই ছয়জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা রেকর্ড হয়। শেষমেষ মামলার তদন্ত কর্মকর্তা এ মামলায় আদালতে চার্জশিট জমা দেন।

রাতদিন সংবাদ/আর কে-১০

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত