Sunday, October 13, 2024

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় দোকান ও ভবন ভাঙ্গার ঘটনায় সাবেক মন্ত্রী স্বপন ভট্টাচার্যসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

- Advertisement -

মণিরামপুরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৬২ টি দোকান ও একটি ভবন ভেঙ্গে মালামাল লুটপাটের অভিযোগে সাবেক মন্ত্রী স্বপন ভট্টাচার্য চাঁদসহ ছয়জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক একেএম ইউনুচ আলম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন মণিরামপুর থানার ওসিকে।

অপর আসামিরা হলো, মণিরামপুরের পাড়ালা গ্রামের আব্দুল লতিফ, হানুয়ার গ্রামের সালাউদ্দিন বাবলা, ভিম কুমার সাধু, মহিদুল ইসলাম ও মিলন হোসেন।

মামলার অভিযোগে জানা গেছে, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পুরাতন ও সনামধন্য বিদ্যাপিট। এ বিদ্যালয়ের অনেক সম্পদ আছে। ২০১৯ সালের ২ নভেম্বর সকালে আসামিরাসহ অপরিচিত ২৫/৩০ জন পরিকল্পিত ভাবে বিদ্যালয়ের সামনে ও পাশের ৬২ টি ভাড়া দেয়া দোকান ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়। যাতে বিদ্যালয়ের প্রায় এককোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়। এছাড়া আসারিমা একই সময় বিদ্যালয়ের একটি ভবন ভেঙ্গে ইট, খোয়, জানালা-দরজা নিয়ে যায়। যাতে বিদ্যালয়ের ১২ লাখ টাকার ক্ষতি হয়। আসামিরা বিদ্যালয়ে এ দোকান ও ভবন ভেঙ্গে জমি নিজেদের দখল নেয়ার পরিকল্পনা করেছিল। আসামিরা রাজনৈতক ভাবে প্রভাবশালী হওয়ায় প্রধান শিক্ষক তাদের বাধা দিতে সাহস পাননি। বর্তমানে পরিবেশ অনুকুলে আশায় তিনি আদালতে এ মামলা করেছেন।

-রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত