Wednesday, December 4, 2024

যশোর জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচনে জয়ী নতুন মুখ শিমুল

- Advertisement -

যশোর জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি বার্ষিক নির্বাচনে নতুন মুখ হিসেবে শিমুল কুমার বর্মন সদস্য পদে জয়ী হয়েছেন। সোমবার যশোর জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে সভাপতি পদে আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক পদে আব্দুল মাজিদ নির্বাচিত হয়েছে। শিমুল কুমার বর্মন ১শ’৬৪ ভোট পেয়ে প্রথমবারের মতো সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম পরাজিত প্রার্থী আব্দুল জলিল পেয়েছেন ১শ’৩৫ ভোট।

আইনজীবী সহকারী সমিতির নির্বাচনে সদস্য পদে নতুন বিজয়ী মুখ শিমুল কুমার বর্মণ ২০০৮ সাল থেকে আইনজীবী সহকারী হিসেবে যোগদান করেন। এবং তার স্পষ্ট কাজ ও সুদক্ষ কর্মকান্ডের জন্য আইনজীবীসহ সকল মানুষের কাছে ব্যাপক সুনাম অর্জন করেছে। নির্বাচনে জয়ী হওয়ার পর সাক্ষাৎ হয় তার সাথে। তিনি বলেন, আমি প্রথমবারের মতো এ নির্বাচনে সদস্য পদে অংশগ্রহন করি। সবার আন্তরিকতায় প্রথমবারেই নির্বাচনে জয়ী হয়েছি। যশোর জেলা আইনজীবী সহকারী সমিতির নতুন নির্বাচিত বিজয়ী কমিটির নেতৃত্বে আগামী ২০২৫-২৬ এর সকল কার্যক্রম স্বচ্ছভাবেই পরিচালিত হবে বলে আশা করছি।

উল্লেখ্য, সোমবার সকাল ১০ টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ হয়। নির্বাচনে ১১ পদে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এবং নির্বাচনে ৩শ’২২ জন ভোটারের মধ্যে ২শ’৯৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

-রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত