Tuesday, December 3, 2024

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন জুলু

- Advertisement -

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থেকে সরে দাড়ালেন বর্তমানে দায়িত্বপ্রাপ্ত সাধারন সম্পাদক জুলফিকার আলী জুলু।

তিনি গত নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছিলেন। সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীনের মৃত্যুর পর তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এবারের নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। তবে, তিনি ছাড়া এদিন আর কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেন নি। এবারের নির্বাচনে ১৩ পদে ২৭ জন প্রার্থী অংশ নিচ্ছেন। নির্বাচনে সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে চারজন অংশ নিচ্ছেন।

এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলে সভাপতি পদে বর্তমান সভাপতি আবু মোর্ত্তজা ছোট ও সাধারণ সম্পাদক পদে এমএ গফুর অংশ নিচ্ছেন। সহসভাপতি পদে গোলাম মোস্তফা ও আব্দুল লতিফ মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নুর আলম পান্নু, সহকারী সম্পাদক পদে বোরহান উদ্দীন সিদ্দিকি, সেলিম রেজা, গ্রন্থগার সম্পাদক পদে ইলিয়াস সাদত (শাহাদৎ) ও সদস্য পদে মুন্সি মো. মনজুরুল মাহমুদ, মৌলুদা পারভীন, মাধবেন্দ্র অধিকারী, এনামুল আহসান টিটুল, তরিকুল ইসলাম নির্বাচন করছেন।

জামায়েত সমর্থিত বাংলাদেশ ল’ইয়াস কাউন্সিলের সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিচ্ছেন আ.ক.ম মনিরুল ইসলাম, সহসভাপতি পদে আলমগীর সিদ্দিক ও মনজুর কাদির আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওয়াজিউর রহমান, গ্রন্থগার সম্পাদক পদে এসএম শাহারিয়ার হক ও সদস্য পদে শফিকুল ইসলাম, রওশনারা খাতুন রুমা, রফিকুল ইসলাম তাসমিম নির্বাচনে অংশ নিয়েছেন।

এছাড়া বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এক অংশের সভাপতি পদে অংশ নিচ্ছেন খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল ও সাধারণ সম্পাদক পদে খালেদ হাসান জিউস। এ সংগঠনের অপর একশের সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন হাদিউজ্জামান সোহাগ।

এছাড়া গণতান্ত্রিক আইনজীবী ফন্টের সমার্থিত সহকারী সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছেন আশরাফুল আলম ।
এবারের নির্বাচনে স্বতন্ত্র হিসেবে গ্রন্থগার সম্পাদক পদে রুহুল কুদ্দুস তপু ও সদস্য প্রার্থী দৌলতুন নেছা নির্বাচনে অংশ নিয়েছেন।
উল্লেখ্য, ১৭ নভেম্বর মনোনয়ন পত্র যাচাই বাচাই শেষে ওই দিন দুপুর ২ টায় সমিতির উভয় ভবনের নোটিশ বোর্ডে বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে ২১ নবেম্বর বিকাল ৩ টার মধ্যে। ৩০ নভেম্বর শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যšত্ম সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

রাতদিন সংবাদ

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত