Thursday, October 3, 2024

যশোরে সাবেক কাউন্সিলরসহ সাত জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

- Advertisement -

চাঁদাবাজির অভিযোগে পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফাসহ সাত জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।

বৃহস্পতিবার শংকরপুর মুরগির ফার্মগেট এলাকার ভাঙ্গাড়ি ব্যবসায়ী হবি চৌধুরী এ মামলা করেছেন। আসামিরা হলেন, শহরের শংকরপুর এসহাক সড়কের সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা ও তার দুই ভাই গোলাম রসুল ডাব্লু, গোলাম সিদ্দিক, আলমগীর হোসেন পিন্টু, তার দুই ছেলে জুয়েল এবং রুবেল, একই এলাকার মামুন ওরফে নায়ক মামুন।

অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এ বিষয়ে তদন্ত করে কোতোয়ালি থানার ওসিকে প্রতিবেন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীর অভিযোগ, আসামিরা এলাকার চিহ্নিত চাঁদাবাজ। সদ্য পতন হওয়া আওয়ামীলীগ সরকারের সন্ত্রাসী ক্যাডার হিসাবে ওই এলাকায় তারা পরিচিত। ২০১৭ সালে হবি চৌধুরীকে নানা ভাবে হয়রানি করতে থাকে আসামিরা। একপর্যায় আসামিরা হবি চৌধুরীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা তার উপর ক্ষিপ্ত হয়ে যায়। ২০১৭ সালের পহেলা জানুয়ারি সকাল এগারো টার দিকে সকল আসামি বাদীর বাড়িতে হামলা চালায়। সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা প্রথমে পিস্তলের বাট দিয়ে বাদীর কপালে আঘাত করে। এরপর আসামি গোলাম রসুল ডাবøæ লোহার রড দিয়ে তার পায়ে আঘাত করতে থাকে। এসময় তার স্ত্রী ঠেকাইতে আসলে তাকেও মারধর করা হয় ও তার স্ত্রীর পরনের কাপড় চোপড় নিয়ে টানা হেছড়াসহ গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। চাঁদা দিতে অস্বীকার করায় জোর করে ঘরের ভিতর ঢুকে আলমারি ভেঙ্গে দুই লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এবং আসামিরা ভাংচুর, লুটপাট ও মারধর করে চলে যাওয়ার সময় পেট্রোল দিয়ে রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। এ নিয়ে প্রতিবাদ করলে হত্যার হুমকি দেয়। বাধ্য হয়ে বাদী মুখ বুজে সহ্য করেন। পরিস্থিতি অনুকুলে আসায় তিনি আদালতে এ মামলা করেন।

উল্লেখ্য, এরআগেও কাউন্সিলার গোলাম মোস্তফার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। বিশেষ করে সরকার পতনের পর মামলার সংখ্যা দিন দিন বাড়ছে।

 

রাতদিন সংবাদ/আর কে-০৮

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত