যশোরে যুবলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে আটক করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কানাইতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সদর উপজেলার রামনগর কানাইতলা এলাকায় সালেহা মেটালের সামনে যশোর-মনিরামপুর মহাসড়কে যুবলীগ কর্মী রানা হোসেনের নেতৃত্বে ‘সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক ও দমন-পীড়নের প্রতিবাদে’এক ঝটিকা বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল চলাকালীন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া করে এবং ৩ যুবলীগ কর্মীকে আটক করে। পরবর্তীতে আটককৃতদের যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।
তিনি আরো বলেন, আটক তিন যুবলীগ কর্মীকে জেলা বিএনপির অফিস পোড়ানো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।