Monday, October 7, 2024

যশোরে চেক ডিজ অনার মামলায় আবুল ইসলাম জুট মিলের এমডির বিরুদ্ধে আদালতের সমন

- Advertisement -

যশোরে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি চেক ডিজ অনার মামলায় আবুল ইসলাম জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাজাহারুল ইসলাম প্রিন্সের বিরুদ্ধে আদালত সমন জারি করা হয়েছে।

রোববার যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাশেদুর রহমান এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী গাজী এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় বলা হয়েছে, যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর এলাকায় অবস্থিত আবুল ইসলাম জুট মিলসের ব্যবস্থাপনা পরিচালক মাজাহারুল ইসলাম প্রিন্স সোশ্যাল ইসলামী ব্যাংকের যশোর শাখা থেকে বিনিয়োগ মঞ্জুরীপত্রের অধীনে ২০১৭ সাল থেকে ২০২১ পর্যন্ত সময়কালে বিভিন্ন বিনিয়োগ পদ্ধতির মাধ্যমে ২৭ কোটি ১৩ লাখ ৯৯ হাজার ৫০২ টাকার আর্থিক বিনিয়োগ গ্রহণ করেন। বিনিয়োগকৃত মূলধন ও লভ্যাংশসহ মাসিক বা বার্ষিক কিস্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধের কথা। কিন্তু তিনি তা প্রতিপালন করেননি।সেকারণে তাকে কয়েক দফা যোগাযোগ করা হলে গত ১০ আগস্ট ২০২৪ তারিখে ১ কোটি ৩৩ লাখ টাকার একটি চেক (AWCD no. CAB 7237852, হিসাব নম্বর 064 133 000 6375) প্রদান করেন মাজাহারুল ইসলাম প্রিন্স। চেকটি পরেরদিন ব্যাংকে পাঠানো হলে সেখান থেকে বলা হয়, পর্যাপ্ত টাকা নেই। এরপর ১৩ আগস্ট এ বিষয়ে একটি লিগ্যাল নোটিস পাঠানো হলে ১৫ তারিখে তা গ্রহণ করা হয়। কিন্তু এর মধ্যে ৩০ দিন পার হলেও টাকা পরিশোধে কোনও পদক্ষেপ নেননি সংশ্লিষ্ট ব্যক্তি।

এ ঘটনায় সোশ্যাল ইসলামী ব্যাংকের যশোর শাখার অ্যাসিস্ট্যান্ট অফিসার মুহাম্মদ মনজুরুল ইসলাম তার বিরুদ্ধে একটি চেক ডিজ অনার মামলা করেন।

আদালত আবুল ইসলাম জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাজাহারুল ইসলাম প্রিন্সের বিরুদ্ধে সমন জারি করেছেন।

-রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত