যশোর সদরের সিরাজসিঙ্গা গ্রামের গোলাম রব্বানী খোকনের কাছ থেকে চাঁদা নেয়ায় ইউপি মেম্বর ইকবাল হোসেনসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী ইকরামুল ইসলাম মুকুল।
আসামিরা হলেন, সিরাজসিঙ্গা গ্রামের মৃত এরশাদ গাজীর ছেলে ইকবাল হোসেন মেম্বার, আব্দুস সামাদ সরদারের ছেলে স্বপন, ইব্রাহিম বিশ্বাসের ছেলে মনিরুল ইসলঅম ও কিনু গাজীর ছেলে জিল্লু গাজী।
রোববার গোলাম রব্বানী খোকন নিজে বাদী হয়ে এ মামলা করেছেন।
মামলার অভিযোগে জানা গেছে, গরু ও ছাগল পালন করে সংসার পরিচালনা করে আসছিলেন খোকন। আসামিরা আওয়ামী লীগ সরকার সমর্থিত লোকজন। সে কারণে খোকনের কাছে আসামিরা ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় আসামিরা তাকে খুনজখমের ভয়ভীতি দেখায়। চলতি বছরের ১২ জানুয়ারি রাত ১০টার দিকে আসামিরা দেশিয় ও বিদেশি অস্ত্র নিয়ে খোকনের বাড়িতে চড়াও হয়ে চাঁদার ৬০ হাজার টাকা দাবি করে। চাঁদার টাকা দিতে রাজি না হলে আসামিরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় মেয়ে নাজমা খাতুন পিতার জীবন রক্ষার্থে ৬০ হাজার টাকা দিলে আসামিরা চলে যায়। বর্তমানে পরিবেশ অনুকুলে আশায় তিনি আদালতে এ মামলা করেছেন।
রাতদিন সংবাদ/আর কে-১২