যশোর জেলায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা হয়েছে।
দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকে সক্রিয় করার লক্ষ্যে যশোর জেলা প্রশাসন রোববার সকালে এই সভার আয়োজন করে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক, স্থানীয় সরকার মোঃ রফিকুল হাসান।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন দপ্তরের জেলা কর্মকতা, বেসরকারী প্রতিষ্টানের প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি, জেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রকল্পের স্টাফবৃন্দ।
-রাতদিন সংবাদ