Monday, October 7, 2024

বিয়ের নাটক সাজিয়ে সংসার, আদালতে মামলা

- Advertisement -

বিয়ের নাটক সাজিয়ে যশোরে এক কলেজ ছাত্রীর সাথে শারীরিক সম্পর্ক করার অপরাধে আদালতে মামলা হয়েছে।

সোমবার যশোরের একটি কলেজের ছাত্রী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে এই মামলাটি করেছেন।

ফরিদপুরের মধুখালী উপজেলার বামুন্দি-বালিয়াকান্দি গ্রামের নায়েব আলীর ছেলে আব্দুর রহিমকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। এছাড়া তার বাবা ও ভাই রাজিবকেও এ মামলার আসামি করা হয়েছে।

বিচারক মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি পুলিশ যশোর জোনকে নির্দেশ দিয়েছেন। রহিম যশোর শহরে একটি চাকরি করেন।

বাদী মামলায় জানিয়েছেন, আব্দুর রহিমের সাথে কলেজে যাওয়ার পথে পরিচয় হয় তার। এরপর দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই মধ্যে আসামি আব্দুর রহিম বাদীর সাথে শারীরিক সম্পর্ক করতে আগ্রহী হন। কিন্তু বিয়ে ছাড়া শারীরিক সম্পর্ক করতে নারাজ ওই কলেজ ছাত্রী। ফলে আব্দুর রহিম তাকে বিয়ে করতে রাজি হন। এরপরে ২০২৩ সালের ১৪ জুলাই আব্দুর রহিম মেয়েটিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াদহ গ্রামে এক আত্মীয় বাড়িতে নিয়ে কাজী ডেকে সাদা স্ট্যাম্পসহ নীল কাগজে মেয়েটির স্বাক্ষর নেন আব্দুর রহিম। এরপর তাদের বিয়ে হয়েছে বলে দাবি করেন। পরে মেয়েটিকে নিয়ে আব্দুর রহিম যশোরে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সেসময় তারা একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। কয়েকদিন পর ওই মেয়েকে আব্দুর রহিমের বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু তালবাহানা করে রহিম। এক পর্যায় বিষয়টি রহিম ও তার পরিবারকে জানালে তারাও কোনো পদক্ষেপ না নিয়ে ওই বিয়ে সকলেই অস্বীকার করেন। বাধ্য হয়ে তিনি মামলা করেন।

রাতদিন সংবাদ/আর কে-০৮

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত