যশোরের আলোচিত আনিসুর রহমান লিটন ওরফে ফিঙে লিটন জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার বেলা আড়াইটায় যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম।
এরআগে তিনি গত ৪ সেপ্টেম্বর অস্ত্র মামলায় যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। বিচারক ফারজানা ইয়াসমিন জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আনিসুর রহমান লিটন যশোর শহরের মোল্লাপাড়ার বদর উদ্দিনের ছেলে ।
এ বিষয়ে তার আইনজীবী বিএম অনিক ইসলাম জানান, আনিসুর রহমান লিটন যশোরের বিশিষ্ট ব্যবসায়ী। তিনি লিটন ট্রাভেলসের মালিক। আনিসুর রহমান লিটন আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিন হয়েছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলাও হয়েছে। এছাড়া ১৯৯৯ সালে অস্ত্র আইনের একটি মামলায় লিটনের ১০ বছর সাজা হয়। এক পর্যায় তিনি বিদেশে পাড়ি জমান। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করেন। উচ্চ আদালতে তার জামিনের আবেদন জানানো হয়। আদালত লিটনের জামিন মঞ্জুর করে।
উল্লেখ্য, লিটন দুই দশক পর দেশে ফিরলেও লিটনের স্ত্রী ফাতেমা আনোয়ারের মাধ্যমে যশোরবাসীর পাশে থেকেছেন তিনি। বিশেষ করে করোনা কালীন সময়ে ফাতেমা আনোয়ার মানুষের দৌড় গড়ায় সাহায্য সেবা পৌছে দিয়েছেন। এমনকি গত সদর উপজেলা পরিষদের নির্বাচনে তার স্ত্রী ফাতেমা আনোয়ার অংশ নিয়ে বিপুল ভোট পেয়ে চমক দেখিয়েছিলেন।
রাতদিন সংবাদ/আর কে-০৬