Wednesday, December 4, 2024

নাশকতার অভিযোগে আওয়ামীলীগ ঘরোনার দুইজন আটক

- Advertisement -

যশোরে আওয়ামী লীগের দুইকর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজনকে ছয় বছর আগে একাদশ নির্বাচনের দিনে মারামারির মামলায় এবং অপর একজনকে যশোরের কানাইতলায় নাশকতা সৃষ্টির অভিযোগে করা মামলায় আটক করা হয়েছে।

পরে রোববার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কোতোয়ালি থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, মণিরামপুর উপজেলার গোপালপুর গ্রামের মৃত এজাহার আলী মোড়লের ছেলে জসীম মোড়লকে শনিবার মধ্যরাতে মণিরামপুরের বাদিয়াটোলা থেকে আটক করা হয়। সে কানাইতলা রাস্তা অবরোধ করে নাশকতা সৃষ্টির মামলার আসামি। গত ২০ নভেম্বর অ্যাডভোকেট আকরাম হোসেন নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদসহ ৬০ জনের নামে মামলা করেন।

অন্যদিকে এসআই বায়োজিত জানান, যশোর সদর উপজেলার হাটবিলা পশ্চিমপাড়ার মৃত মেজবাউল ইসলামের ছেলে সোহেব আক্তারকে শনিবার রাত ১০টার পর হাটবিলা বাজার থেকে আটক করা হয়। তিনি ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোটকেন্দ্রে বোমা ও গুলি বর্ষণ করে বিএনপির কর্মীদের উপর হামলা চালায়। যা পুলিশের তদন্তে উঠে এসেছে। পুলিশ আরও জানিয়েছে বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ঘটনার ছয়বছর পর গত ১৯ নভেম্বর অ্যাডভোকেট মুন্সী মঞ্জুরুল মাহমুদ ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ ৯৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এই মামলায় সোহেবকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত