ঝিকরগাছার বামন আলী চাপাতলা গ্রামের মীর মনাজ্জেল হত্যার দীর্ঘ একযুগ পর পাঁচজনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। রোববার নিহতের ছেলে মীর মনিরুজ্জামান মকবুল বাদী হয়ে এ মামলা করেছেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগের বিষয়ে থানায় কোন মামলা আছে কিনা তা জানিয়ে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন ঝিকরগাছার থানার ওসিকে। আসামিরা হলো, বামন আলী গ্রামের মৃত ফকির আলীর তিন ছেলে শেখ আক্কাস আলী, শেখ মুছা ও শেখ আকিজ, শেখ আক্কাস আলীর স্ত্রী মনোয়ারা বেগম এবং মৃত বেল্লাল হোসেনের স্ত্রী সালেহা বেগম।
মামলার অভিযোগে জানা গেছে, আসামিরা স্থানীয় আওয়ামী লীগের গুন্ডা শ্রেনীর লোক। মীর মনাজ্জেলের সাথে আসামিদের রাজনৈতিক ও জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ২০০৮ সালের ৬ মে বিকেলে আসামিরা মনাজ্জেলের বাড়িতে হামলা করে। এ সময় বাড়িঘর ভাংচুর ও মোনাজ্জেকে ধরে কুপিয়ে গুরুতর জখম করে। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামিলা চলে যায়। গুরুতর আহত মনাজ্জেলকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে আসামিরা ক্ষিপ্ত হয়ে মনাজ্জেলকে চিকিৎসা না করিয়ে বাড়িতে নিয়ে যেতে বাধ্য করে। সুচিকিৎসার অভাবে দীর্ঘদিন ভুগে মনাজ্জেল ২০১২ সালের ১১ জুন মারা যান।
মনাজ্জেলের মৃত্যুর পর আসামিদের ভয়ে মামলা করার সাহস পাননি বাদী।
রাতদিন সংবাদ/আর কে-১৩