যশোর সদরের বিরামপুরের মৎস্য চাষী আলী রেজা উজ্জলকে অপহরণ ও টাকা ছিনতাইয়ের ঘটনায় চৌগাছার চিহ্নিত সন্ত্রাসী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শমিম ওরফে গালকাটা শামিমসহ ১১ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।
রোববার যশোর সদরের বিরামপুরের মৃত আবুল হাসেনের ছেলে ভুক্তভোগী আলী রেজা উজ্জাল বাদী হয়ে এ মামলা করেছেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন চৌগাছা থানার ওসিকে।
অপর আসামিরা হলেন, চৌগাছার বাদেখানপুর গ্রামের জিল্লুর রহমান, ওয়াজেদ আলী, বজলুর রহমান, সাইফুল হুজুর, বল্লবপুর গ্রামের কার্ত্তিক, কুটিপাড়া গ্রামের মমিন, ফয়সাল, চাঁদপাড়া গ্রামের রুবেল, জাফর ও উল্কা।
মামলার অভিযোগে জানা গেছে, চৌগাছার বাদেখানপুর গ্রামের ৬৪ বিঘা জমির একটি ঘেরের মালিক জিল্লু, ওয়াজেদ, বজলু ও সাইফুল। তারা এ ঘের লিজ দেবে বলে মৎস্য চাষী আলী রেজা উজ্জলের প্রস্তাব দেয়। উজ্জল তাদের কাছ থেকে ঘের লিজ নিতে রাজি হওয়ায় ৫ বছর বছর মেয়াদে প্রতি বছর ১২ লাখ ৮০ টাকা চুক্তি হয়। ২০২২ সালের ১৪ এপ্রিল উজ্জল তার লোকজন নিয়ে ঘেরের অফিসে যান টাকা দিতে। কথাবার্তার একপর্যায়ে আসামিরা চুক্তিনামা করে না দিয়ে মোমিনের বাড়ি নিয়ে যেতে চায় তাদের। উজ্জল ও তার লোকজন এ প্রস্তাবে রাজি না হওয়ায় আসামিরা তাদের অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে আসামি মমিনের বাড়ি নিয়ে ১২ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তিনটি ফাঁকা স্টাম্পে স্বক্ষর করে নেয়। এরপর আসামিরা গুলি করে হত্যার হুমকি দিয়ে তাদের তাড়িয়ে দেয়। নিরুপায় হয়ে উজ্জল ও তার লোকজন ফিরে আসে এবং আসামিরা প্রভাবশালী হওয়ায় মামলা করার সাহস পায়নি।
বর্তমানে পরিবেশ অনুকেল আশায় তিনি আদালতে এ মামলা করেছেন।
রাতদিন সংবাদ/আর কে-০৩