চৌগাছা চান্দা আফরা গ্রামের আব্দুর রহমানকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় ১০ বছর পর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।
সোমবার ভুক্তভোগী আব্দুর রহমান নিজে বাদী হয়ে এ মামলা করেছেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
অপর আসামিরা হলো, মেহেদী মাসুদ চৌধুরীর ভাই আসাদ চৌধুরী, চান্দা আফরা গ্রামের রুপোর ছেলে পান্নু, মশিউর রহমানের ছেলে মার্কিন ও ইকরামের ছেলে তুতা।
মামলার অভিযোগে জানা গেছে, মেহেদী মাসুদ চৌধুরীর নির্দেশে অপর আসামিরা গ্রামে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। এরই ধারাবাহিকতায় আসামিরা ২০১৫ সালের ৯ আগস্ট গভীর রাতে আব্দুর রহমানের বাড়ির পাশে ওতপেতে ছিল। আব্দুর রহমান রাত ১টার দিকে ঘরের বাহির হলে আসামিরা তার উপর হামলা করে। আব্দুর রহমান দৌড়ে পালিয়ে যাওয়ার সময় জনৈক ইসমাইল হোসেনের বাড়ির সামনে পৌঁছালে আসামিরা তাকে ধরে কুপিয়ে ও মারপিট করে মৃত্যু ভেবে ফেলে রেখে যায়। গুরুতর আহত আব্দুর রহমানকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে আসামিরা চিকিৎসায় বাধা দেয়। ক্ষমতাসীনদলের সদস্য হওয়ায় আসামিদের ভয়ে ঘটনার পর মামলা করতে পারেন নি তিনি।
বর্তমানে পরিবেশ অনুকুলে আশায় তিয়ি আদালতে এ মামলা করেছেন।
রাতদিন সংবাদ/আর কে-১১