Friday, November 8, 2024

ইয়াবার মামলায় ঝিকরগাছার মাদক ব্যবসায়ী লিটনের ৭ বছর কারাদন্ড

- Advertisement -

ইয়াবার মামলায় ঝিকরগাছার মাদক ব্যবসায়ী লিটন হোসেনকে ৭ বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত।

মঙ্গলবার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন।

সাজাপ্রাপ্ত লিটন হোসেন যশোর সদরের নারাঙ্গালী গ্রামের আবুল কালাম ওরফে আবু কালামের ছেলে ও ঝিকরগাছার ফুলতলা (মাগুরা) গ্রামের বারিক বিশ্বাসের জামাই। বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পিপি সাজ্জাদ মোস্তফা রাজা।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ১৩ এপ্রিল সকালে যশোরের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঝিরগাছার ডহর মাগুরা গ্রামের জনৈক মোক্তার মোড়লের নির্মাণাধীন দোকানে সামনে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক ভাবে লিটন হোসেন আটক ও তার কাছ থেকে ২৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির এসআই আবুল খায়ের মোল্যা বাদী হয়ে আটক লিটনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিকরগাছা থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আসামি লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই খায়রুল আলম। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি লিটন হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৭ বছর কারাদন্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।

সাজাপ্রাপ্ত লিটন হোসেন জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।

রাতদিন সংবাদ/আর কে-১৭

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত