Tuesday, December 3, 2024

আওয়ামীলীগের মেম্বর রিপনসহ দুইজন আটক

- Advertisement -

যশোরের নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বর সাজ্জাদুল হক রিপন ও চুড়ামনকাটির ছাতিয়ান তলার নুরুজ্জামান রমজানকে আটক করেছে পুলিশ। রিপন শেখহাটি ইসহাক সড়কের মৃত আনছার আলীর ছেলে ও রমজান ছাতিয়ানতলার মৃত নজরুল ইসলামের ছেলে।

বুধবার রাতে আটকের পর সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

পুলিশ জানায়, প্রায় ৬ বছর আগে জাতীয় একাদশ সংসদ নির্বাচনের দিন যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর হামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের অর্ধশত নেতাকর্মী আহত হয়েছিলেন। সেই ঘটনায় গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগের স্থানীয় ৯৫ নেতাকর্মীর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ফতেপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের মুন্সী মো. বদরুজ্জামানের ছেলে অ্যাড. মুন্সী মো. মঞ্জুরুল মাহমুদ মামলাটি করেন। ওই ঘটনার সাথে এই দুইজনের সম্পৃক্ততা পাওয়ায় তাদেরকে আটক করা হয়।
এরআগে এ মামলায় মঙ্গলবার রাতে এজাহারভুক্ত আসামি নিকমলকে দাইতলা বাজার এলাকা থেকে আটক করা হয়।

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত