Tuesday, December 3, 2024

আইনজীবী সহকারী সমিতির নেতৃত্বে খালেক ও মাজিদ

- Advertisement -

যশোর জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি বার্ষিক নির্বাচনে সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়েছেন আব্দুল খালেক।

সাধারণ সম্পাদক পদে বিপুল ব্যবধানে জিতেছেন বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ। আব্দুল খালেক পেয়েছেন ১শ’৪৭ ভোট আর তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি ওমর আলী পেয়েছেন ১শ’৩৯ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুল মাজিদ পেয়েছেন ২শ’১৫ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমালোচিত সিরাজুল ইসলাম পেয়েছেন মাত্র ৬৫ ভোট। সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল মোমিন।
নির্বাচনে সহসভাপতি দুই পদে বজলুল করীম টুকু ১শ’৫০ ও ১শ’২২ ভোট পেয়ে মহাসিন আলী নির্বাচিত হয়েছেন। এ পদে পরাজিত প্রার্থী মোঃ আব্বাস পেয়েছেন ৯৬ ভোট ও আজিজুর রহমান পেয়েছেন ৮৫ ভোট। সহ-সম্পাদক পদে গতবারের পরাজিত প্রার্থি আবু তাহের ১শ’৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ পদে বর্তমান কমিটির সহ-সম্পাদক আলীমুজ্জামান পেয়েছেন ১শ’১৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে বর্তমান কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম হোসেন ১শ’৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অজিত কুমার পেয়েছেন ১শ’৩৫ ভোট।

হিসাররক্ষক পদে বর্তমান কমিটির হিসাবরক্ষক শহীদ এনামুল ১শ’৬২ ভোট পেয়ে আবারো জয়ী হয়েছেন। তার কাছে এবারো পরাজিত হয়েছেন জাকির হোসেন। তিনি পেয়েছেন ১০২ ভোট। ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক পদে রফিকুল ইসলাম ১শ’৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ইউসুফ আলী পেয়েছেন ৭০ ভোট।
এছাড়া সদস্য তিনপদে বর্তমান কমিটির আলী আশরাফ ১শ’৮৭, হাসানুজ্জামান ১শ’৭৫ ও নতুন মুখ শিমুল কুমার বর্মণ ১শ’৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে পারজিত প্রার্থী আব্দুল জলিল পেয়েছেন ১শ’৩৫ ভোট। এবারের নির্বাচনে ৩শ’২২ জন ভোটারের মধ্যে ২শ’৯৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

রাতদিন সংবাদ

এজে/৩৬

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত