Sunday, November 3, 2024

অভয়নগরের প্রিতি মন্ডলকে হত্যার অভিযোগে ৪ জনের নামে মামলা

- Advertisement -

অভয়নগরের আড়পাড়া গ্রামের গৃহবধূ প্রিতি মন্ডলকে হত্যার অভিযোগে সেনা সদস্য স্বামী, শ্বশুর-শাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার নিহতের পিতা অভয়নগরের ডাঙ্গা মশিয়াহাটি গ্রামের উত্তম মন্ডল বাদী হয়ে এ মামলা করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগের ঘটনায় থানা কোন মামলা আছে কিনা প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন অভয়নগর থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছন বাদীর আইনজীবী সৈয়দ কবির হোসেন জনী।

আসামিরা হলো, ডহর মশিয়াহাটি গ্রামের অমর ধর ও তার স্ত্রী ভগবতি ধর, ছেলে সৌমিত্র ধর হারান ধরের স্ত্রী সাবিত্রী ধর।
মামলার অভিযোগে জানা গেছে, প্রিতির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সেনা সদস্য সৌমিত্র ধর। বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারের সম্মতিতে ২০২২ সালের ১৭ জুন সৌমিত্র ও প্রিতির বিয়ে হয়। সৌমিত কারনে অকারনে তার স্ত্রীর উপর শারিরীক ও মানসিক নির্যাতন করত। চলতি বছরের ৯ অক্টোবর সৌমিত্র ছুটিতে বাড়ি আসে। ১২ অক্টোবর প্রিতির দাদা দূর্গা পূজা উপলক্ষ্যে প্রিতিকে নিতে আসবে বলে জানিয়েছিল। প্রিতি এদিন বিকেলে বাড়ি যাবে বলে সাজগোজ করছিল। এমন সময় শাশুড়ি ও চাচী শাশুড়ি তাকে রাতের খাবার রান্না করার জন্য বলে। প্রিতি বাড়ি যাওয়ার কথা জানালে তার শাশুড়ি ও চাচী শাশুড়ি গালিগালাজ করে। বাকবিতন্ডায় সৌমিত্রকে ফোন করে বাড়িতে ডেকে আনে তার মা। সৌমিত্র মাদকাসক্ত অবস্থায় বাড়ি এসে স্ত্রীকে জোর করে ঘরের মধ্যে নিয়ে যায়। এরপর সকলে মিলে প্রিতিকে মারপিট করে হত্যার করে। নিহত প্রিতির শ্বশুর বাড়ির প্রতিবেশী জগন্নাথ বিশ্বাস ফোনে ঘটনায় তার বাবাকে। প্রিতির বাবাসহ স্বজনেরা তার শ্বশুর বাড়ি এসে মৃত অবস্থায় পায়। পুলিশ লাশের ময়না তদন্ত শেসে লাশ বুঝে দেয়ার সময় কয়েটি সাদা কগজে স্বাক্ষর নেয়। পরে তিনি থানায় খবর নিয়ে জানতে পারে পুলিশ সাক্ষরিত সাদা কাগজ অপমৃত্যু মামলার অভিযোগ লিখে থানায় রেকর্ড করেছে। তিনি মেয়ের হত্যাকন্ডের বিষয়ে আরও খোঁজ খবর নিয়ে আদালতে এ মামলা করেছেন।

রাতদিন সংবাদ/আর কে-১৮

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত