দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে সবুজের সমারোহ। বিশাল এলাকা জুড়ে শুধু সবুজের মাখামাখি। মনোমুগ্ধকর এ চিত্র আমন ধানের প্রতিটি শীষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন। কিছুদিন পরেই কৃষকের ঘোলায় উঠবে ধান। এ বছর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আমন ধানের চাষ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। যা এ উপজেলায় সর্বোচ্চ রেকর্ড।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর আমন ধানের চাষ হয়েছিল ১০ হাজার ৮২০ হেক্টর জমিতে। গতবারের চেয়ে এবছর আমন ধানের চাষ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। এবার উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ৫০ হেক্টর। চাষ হয়েছে ১১ হাজার ৫৫ হেক্টর জমিতে। এরমধ্যে উফশি জাতের ১০ হাজার ২২০ হেক্টর, স্থানীয় জাতের ৬০ হেক্টর এবং হাইব্রিড জাতের ৭৭০ হেক্টর জমিতে চাষ হয়েছে। যার থেকে সম্ভাব্য চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩১ হাজার ৩৮৬ মেট্রিক টন।উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম দৈনিক আমার সংবাদকে বলেন, অন্যবারের চাইতে এ উপজেলায় এবার আমনের চাষ ভালো হয়েছে। যা বিগত বছরের তুলনায় সর্বোচ্চ রেকর্ড। আমরা শুরু থেকেই কৃষকদের নানাভাবে সহায়তা করছি।
অনলাইন ডেস্ক