নড়াইল প্রতিনিধি: নড়াইলের নলদীতে পারিবারিক প্রতিশোধ নিতে ১০ বছরের শিশু শাহিন হত্যার দায়ে ৫ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
বুধবার(২০নভেম্বর) অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো.শাজাহান আলী এই রায় দেন। যাবজ্জীবন ছাড়াও প্রত্যেক আসামীকে ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়।যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, নলদী ইউনিয়নের কালাচানপুর গ্রামের সৈয়দ জাহাঙ্গীর ও তার দুই পুত্র সৈয়দ লিটন ও জাহিদুর রহমান মিঠু। একই গ্রামের ওমর আলীর পুত্র শিমুল মল্লিক ও তার মা শামীমা বেগম।
এদিকে সাজাপ্রাপ্ত আসামীদের আদালত থেকে কারগারে নেবার পথে ছবি তুলতে যান সময় টিভির সাংবাদিক সজীব রহমান। এসময় হাতকড়া পরা আসামীরা পুলিশের উপস্থিতেই সাংবাদিক সজীবের উপর আক্রমনস করে। তারা সাংবাদিককে ছবি তোলার অপরাধে ক্ষিপ্ত হয়ে উপর্যুপরি লাথি মারে। পরে পুলিশ আসামীদের নিয়ে কারাগারে চলে যায়। এ ঘটনায় আদালত এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।