সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ওই ঘটনার দায়দায়িত্ব নিরূপণের লক্ষ্যে আজ বুধবার এক সদস্যের এ কমিটি করা হয়। এ কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম আজ এ তথ্য জানান। তিনি বলেন, কমিটির একমাত্র সদস্য হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেট আঞ্চলিক কেন্দ্রের পরিচালক গোলাম রাব্বানী। তাঁর দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ নেবে।গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের শিকার হন এক তরুণী। এ ঘটনায় ছয়জনের নামোল্লেখ করে নয়জনের বিরুদ্ধে তরুণীর স্বামী শাহপরান থানায় মামলা করেন। এ মামলায় ইতিমধ্যে ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অনলাইন ডেস্ক