ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রূপনগর থানাধীন এলাকায় শামীম হাওলাদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল জ্যাকবকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২০ নভেম্বর) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ এ আদেশ দেন।
এই মামলায় তাকে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। সেই রিমান্ড শুনানির জন্য তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তার পক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
এর আগে গত ১ অক্টোবর রাজধানীর গুলশান থেকে সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা কর্মসূচিতে নাজিম উদ্দিন আলমসহ বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় গুলিবিদ্ধ হয়ে শামীম হাওলাদারের মৃত্যু হয়। এ ঘটনায় তার ফুফাতো ভাই জাকির হোসেন মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
রাতদিন সংবাদ