যশোর শহরের ষষ্টিতলায় জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বেলা ১১ টায় ষষ্টিতলা বুনোপাড়া রোড। গুরুতর আহত অবস্থায় শ্বশুর ষষ্টিতলা এলাকার বাচ্চু ওরফে ড্রাইভার বাচ্চুকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি অবস্থায় বাচ্চু ওরফে ড্রাইভার বাচ্চু জানান, তার জামাই নিশান যশোরের চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে দুই ডর্জন মামলা রয়েছে। এছাড়া তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত এবং বর্তমান এক কাউন্সিলারের ডান হাত হিসেবে কাজ করেন। দীর্ঘদিন ধরে তার জমি দখলের পাইতারা করছিলো সে। জমি লিখে না দেয়ায় বিগত সময়ে নানা ধরনের ভয়ভীতি দেখিয়েছে এমনকি বাড়িতেও হামলা চালিয়েছে। সর্বশেষ মঙ্লবার নিশানও তার ভাই রনি তার উপর হামলা চালায়। প্রথমে জিআই পাইপ দিয়ে মারপিট করে জখম করে। এরপর ছুরিকাঘাত করে সটকে পরে। তিনি আরও জানান, ফরিদের ছেলে নিশানের বাড়ি মুলত গোপালগঞ্জ। কিন্তু দীর্ঘদিন ধরে তিনি যা ইচ্ছে তাই করেছে। এদিকে, স্থানীয় আরেকটি সূত্র জানায়, সম্প্রতি বাচ্চু নিশানের শাশুড়িকে ফেলে গোপনে আরেকটি বিয়ে করে। তা জানাজানি হলে সংসারে গোলোযোগ বাধে। একপর্যায় বাচ্চু নিশানের শাশুড়িকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর রেলগেটে বাসাভাড়া নেন বাচ্চুর স্ত্রী। এসব বিষয় নিয়ে পারিবারিকভাবেই দ্বন্দ্ব চলছিলো। সেই সূত্র ধরে বাচ্চুর উপর হামলা চালানো হয়েছে। এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার সুজায়েত হোসেন বলেন, বাচ্চুর রানে ও হিপে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ওয়ার্ডে পাঠানো হয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো। জড়িতদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।
-রাতদিন সংবাদ