আশুলিয়ায় বিএনপির শ্রমিকদলের ডাকা সমাবেশে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় পোশাক কারখানায় ভাঙচুর ও শ্রমিক অসন্তোষ সৃষ্টিকারীসহ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আয়োজিত এক শ্রমিক সমাবেশে স্টেজে ওঠাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নিজেকে ধামসোনা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক দাবি করা মাজহারুল ইসলামের নাম পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, আশুলিয়া শ্রমিক অস্থিরতা সৃষ্টি ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শনিবার বিকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের আশুলিয়া থানা ইউনিটের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে ট্রাকের অস্থায়ী স্টেজে ওঠাকে কেন্দ্র করে প্রথমে হট্টগোল সৃষ্টি হয়। এ সময় ধামসোনা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম খানকে স্টেজ থেকে ফেলে দেওয়ার পর এক গ্রুপ এসে তাকে পিটিয়ে আহত করে। এ সময় দুই গ্রুপের সংঘর্ষ ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। ধামসোনা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক আহত মাজহারুল ইসলাম খান বলেন, আমি ধামসোনা ইউনিয়ন শ্রমিকদলের রানিং সাধারণ সম্পাদক। আমাকে স্টেজ থেকে ফেলে দেওয়া হয়। থানা বিএনপির সাধারণ সম্পাদক গফুর চেয়ারম্যান ও মোখলেস খানের লোকজন আমাদের ওপর হামলা করেছে। এতে আমাদের কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। আমিও হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।
আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, হট্টগোলের মধ্যে কে মারধর করেছে এটি জানা নেই। তবে এই ঘটনার দায় দায়িত্ব আমার নয়।
রাতদিন-ডিজিটাল ডেস্ক/জয়-