Monday, September 16, 2024

শার্শায় টাকা আত্মসাৎ করলো স্ত্রী, প্রবাসী স্বামীর ফেসবুক লাইভে ঘোষণা দিয়ে আত্মহত্যা

ফেসবুক লাইফে এসে বিষপানে আত্মহত্যা করেছে  যশোরের শার্শা উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামে প্রবাস ফেরৎ যুবক  রফিকুল ইসলাম।  স্ত্রীর ওপর অভিমান করে মানসিকভাবে ভেঙে পড়ে এবং দুশ্চিন্তাগ্রস্থ হয়ে আত্নহত্যার পথ বেছে নেয়।আত্নহত্যার আগে রফিকুল ফেসবুক লাইভে ঘটনাটি বলে যান এবং ১০০ টাকার একটি ননজুডিশিয়াল স্টাম্পে তার স্ত্রীর সহযোগিদের নামও লিখে যান তিনি। রফিকুল শার্শা উপজেলার  কাজিরবেড় গ্রামের দিদার হোসেনের ছেলে।শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন,বুধবার সন্ধায় ফেসবুক লাইফে আত্নহত্যার ঘোষনা দিয়ে বিষ পান করে

- Advertisement -
ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান।

সে।পরে তার স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, রফিকুল ইসলাম নামের ওই যুবক দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন।১৩দিন আগে তিনি দেশে ফেরেন।মালয়েশিয়ায় থাকাকালীন সময়ে উপার্জিত সকল টাকা পয়সা সে তার স্ত্রীর নামে দেশে পাঠাতেন। রফিকুল দেশে ফেরার পরে জানতে পারে  তার স্ত্রী বিদেশ থেকে পাঠানো সব টাকা আত্মসাৎ করেছে।একপর্যায় স্ত্রী রফিকুলের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে  সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং দুশ্চিন্তাগ্রস্থ হয়ে আত্নহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।  জুয়েল ইমরান আরো জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্ত্রী মনিরা খাতুনকে জিঞ্জাসাবাদের জন্য তাদের হেফাজতে নেওয়া হয়েছে। অপরাধীদের কেউ রেহায় পাবে না বলে জানান মি.জুয়েল ইমরান।

সাইদুর জামান (রাজা) শার্শা প্রতিনিধি
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত