যশোরের শার্শায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পালাতক রয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাত ১০ টায় শার্শা থানায় এ মামলা দায়ের করেন নির্যাতিত ছাত্রীর বাবা। এর আগে বৃহস্পতিবার দুপুরে শার্শার গোপালপুর ইছাপুর আমিনিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার আব্দুল গফুর ছাত্রীকে স্কুলের একটি রুমে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। অভিযুক্ত শিক্ষক গফুর বালুন্ডা গ্রামের বাকাতুল্লা মোড়লের ছেলে। শার্শার গোগা ইউনিয়ন পরিষধের ইউপি সদস্য আব্দুস ছালাম জানান, ঐ ছাত্রী গাইড বই আনতে গতকাল মাদ্রাসায় যায়। এসময় শিক্ষক আব্দুল গফুর তাকে একটি রুমে ডেকে ধর্ষণ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। বাড়ি ফিরে ছাত্রী তার বাবাকে জানালে তিনি শিক্ষকের বিচার দাবি করেন। কিন্তু সুষ্ঠু বিচার না পেয়ে বাধ্য হয়ে পরের দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে আইনের আশ্রয় নেয়। শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে আসামী পালাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
শার্শা প্রতিনিধি