Saturday, October 12, 2024

লোহাগড়ায় বিএনপি-যুবদলের আধিপত্য বিস্তার নিয়ে দুজনকে কুপিয়ে হত্যা

- Advertisement -

লোহাগড়া প্রতিনিধি।। নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্রিকপুর গ্রামে বিএনপি ও যুবদলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে আপন দুই ভাই নিহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চরমল্লিকপুর গ্রামের কালাম হুজুরের দোকানের পাশে এ ঘটনা ঘটে। জানা গেছে, দীর্ঘদিন যাবৎ ওই গ্রামে বিএনপির দু’গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের বাসিন্দা ও নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমানের সাথে একই গ্রামের বাসিন্দা লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম এর সমর্থকদের মাঝে বিরোধ চলেআসছিল।

বুধবার সকালে খান মাহমুদ পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। সেসময় কুপিয়ে সামাদ শেখের ছেলে মিরান শেখ(৪৫) ও জিয়ারুল শেখ(৪০) কে হত্যা করে। এসময় কুপিয়ে জখম করা হয় অপর ভাই ইরান শেখ (৫২) কে। সে ঢাকায় চিকিৎসাধীন।

লোহাগড়া থানার ওসি(তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ পোষ্টমর্টেমের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। দোষীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম বলেন, নিহতরা বিএনপি পরিবারের সদস্য। যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম আওয়ামীলীগ ক্যাডার বাহিনী নিয়ে এ হত্যাকান্ড ঘটিয়েছে।

রাতদিন সংবাদ/জয়-

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত