লিবিয়ায় পাচার হওয়া সৈয়দ আব্দুস সালামকে উদ্ধার করেছে পিবিআই যশোরের একটি চৌকস টিম। উদ্ধার হওয়া সৈয়দ আব্দুস সালাম রোববার ২২ সেপ্টেম্বর আদালতে জবানবন্দি দিয়েছে। সে যশোরের বাঘারপাড়া উপজেলার খলসী গ্রামের মৃত সৈয়দ তোজাম্মেল হোসেনের ছেলে।
পিবিআই যশোর সূত্রে জানাগেছে, সৈয়দ আব্দু সালাম পেশায় একজন কৃষক। কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতো সে। পারিবারিক সচ্ছলতার জন্য সে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিলে তার প্রতিবেশী নওয়াব আলী আব্দুস সালাম বিদেশ যাওয়ার বিষয়টি জানতে পেরে সে তাকে রোমানিয়ায় পাঠাতে পারবে বলে জানায়। তখন আব্দুস সালাম তার পরিবারের সাথে আলোচনা করে রোমানিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। নওয়াব আলী আব্দুস সালামকে জানায় সে রোমানিয়ায় নয় তাকে ইটালী পাঠাতে পারবে। তখন আব্দুস সালামের সাথে পাচারকারী নওয়াব আলীর ৪লাখ টাকা চুক্তি হয়। চুক্তি মোতাবেক গত বছরের ২২ মার্চ ঢাকা বিমান বন্দরে নিয়ে আব্দুস সালামকে দূবাই নিয়ে যায়। সেখানে দুই দিন অবস্থান করার পর আব্দুস সালামকে নওয়াব আলী মিশরের পাঁচ ঘন্টা বিরতির পর লিবিয়ায় নিয়ে যায়। সেখানে একটি বাসার ভিতরে নিয়ে তাকে আটক করে রাখে। সেখান থেকে ২০/২২ দিন পর নওয়াব আলী আব্দুস সালামকে ইটালি পাঠানোর জন্য অপরিচিত কিছু লোকের কাছে পাঠায়। তখন তারা আব্দুস সালামকে সেখানে অবস্থানকারী নাদিম ও হাসানের সাথে যোগাযোগ করতে বলে। তাদের সাথে যোগাযোগ করলে তারা আব্দুস সালামকে একটি অজ্ঞাতস্থানে আটক করে রাখে। আব্দুস সালামকে আটক করে আসামীরা মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। আব্দুস সালামকে নির্যাতন করে তার পরিবারের নিটক থেকে বিভিন্ন সময় ১৫ লাখ টাকা আদায় করে। এরপরও যখন অপহরণকারীরা আব্দুস সালামকে মুক্তি করে না দিলে তার পরিবারের লোকজন বুঝতে পারে আব্দুস সালাম কোন মানবপাচার চক্রের হাতে জিম্মি হয়ে আছে। পরবর্তীতে আব্দুস সালামের পরিবার তাকে উদ্ধারের জন্য যশোরের বিজ্ঞ আদালতে মানব পাচার আইনে মামলা করেন। মামলা নং ১২ তারিখ ২/৫/২৪ ইং ধারা মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬/৭/৮ ধারা রুজু করে। উক্ত মামলায় বিজ্ঞ আদালতের বিচারক পিবিআই যশোরকে দায়িত্ব দিলে পিবিআই দপ্তরের চৌকস কর্মকর্তা জানতে পারেন আব্দুস সালাম লিবিয়াতে আটক আছে। তখন বিদেশে থাকা মানব পাচারকারী চক্রের সদস্য নওয়াব আলী সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করলে নওয়াব আলী আব্দুস সালামের সাথে তদন্তকারী কর্মকর্তার ভিডিও কলের মাধ্যমে কথা বলে দেয় এবং নওয়াব আলী আব্দুস সালামকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে। পিবিআই যশোরের সার্বিক প্রচেষ্টায় আব্দুস সালামকে দেশে ফেরত আসে। আব্দুস সালামকে বিজ্ঞ আদালতে ২২ সেপ্টেম্বর রোববার সোর্পদ করলে বিজ্ঞ আদালতে তার ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহন করেন।
-রাতদিন সংবাদ