র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যদের হাতে মাগুরার চিহ্নিত মাদক ব্যবসায়ী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এনামুলকে গ্রেফতান করা হয়েছে। এনামুল মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি পশ্চিমপাড়ার বাহাদুর মোল্যার ছেলে। রোববার মধ্যরাতে মাগুরার শালিখা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বিসয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ফ্লাইট লে: মো: রাসেল।
তিনি জানান, ২০১১ সালের ১৯ ডিসেম্বর বিপুল পরিমান হেরোইনসহ চৌগাছার কাবিলপুর গ্রাম থেকে আটক করে। পরে সাতমাস কারাবাসের পর জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায় এনামুল। এ মামলায় গত ১৬ জুলাই যশোরের আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। বিষয়টি নজরে আসায় র্যাব গোপনে অনুসন্ধান শুরু করে। পরে জানতে পারেন এনামুল শালিখা গ্রামের অবস্থান করছেন। তাৎক্ষনিক একটি টিম অভিযান চালিয়ে এনামুলকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
-রাতদিন সংবাদ