Tuesday, September 10, 2024

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের আজ রায় ঘোষণা

- Advertisement -

রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলায় রায় ঘোষণা হবে আজ সোমবার।প্রাণঘাতী করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট দেয়াসহ পরীক্ষায় নানা জালিয়াতি, অনিয়ম এবং প্রতারণাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে।সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এই রায় ঘোষণা করা হবে।এই মামলার রায়ে রাষ্ট্রপক্ষ সাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড আশা করলেও সাহেদের পক্ষে তার আইনজীবী বেকসুর খালাস প্রত্যাশা করেন।এর আগে গত ৬ জুলাই বিভিন্ন অনিয়মের কারণে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‌্যাব। এরপর সাহেদ পালিয়ে যায় এদিকে গত ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে হেলিকপ্টারে সাতক্ষীরা থেকে ঢাকায় আনা হয়।এরপর ১৬ জুলাই করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত