- Advertisement -
জুম্মার নামাজের পর পিতার কবর জিয়ারত করতে গিয়ে মোটরসাইকেল খুয়েছেন যশোর উপশহর বি বক্ল ১৯০ নম্বর বাড়ির রিয়াজ উদ্দীন রাজু (২৫)।
তিনি ওই এলাকার মৃত মুন্তাজ আলীর ছেলে।
তিনি অভিযোগ করেছেন, গত শুক্রবার দুপুরে জুম্মার নামাজ আদায় করে ঘোপ কবরস্থানের সামনে তার বাজাজ কোম্পানির পালসার ব্রান্ডের মোটরসাইকেল (যশোর-ল-১২-২৮২১) রেখে ভেতরে যান তার পিতার কবর জিয়ারত করতে। পাঁচ মিনিট পর এসে দেখেন লক করা মোটরসাইকেলটি নেই। কে বা কারা সেটি নিয়ে গেছে। অনেক খোঁজাখুজি করে না পেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দেন।
রাতদিন সংবাদ/আর কে-১১
- Advertisement -