যশোর শহরের রাঙ্গামাটি গ্যারেজ এলাকার একটি ভেজাল মবিল কারখানায় হানা দিয়ে বিপুল পরিমান মবিল জব্দ করেছে কোতয়ালি থানা পুলিশ। পরে ভ্যাম্যমান আদালতের মাধ্যমে কর্নফুলি অটোর মালিক সজীব হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে। সজীব খাজুরা এলাকার বাসিন্দা।
কোতোয়ালি থানার এসআই নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একটি চক্র রাঙ্গামাটি গ্যারেজ এলাকায় ঘর ভাড়া করে ভেজাল মবিল তৈরী করছে। তারা খালি বোতলে ভেজাল মবিল ভরে সেখানে দেশবিদেশের নামীদাবি কোম্পানির স্টিকার ব্যবহার করে বাজার জাত করছে। তাৎক্ষনিক তার নেতৃত্বে একটি টিম ওই বাড়িতে অভিযান চালায়। সেখানে যেয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। দেখা যায় ব্যারেল ভর্তি ভেজাল মবিল দিয়েই বানানো হচ্ছে মবিল। পরে বিষয়টি ভোক্তা অধিদপ্তর যশোরকে জানানো হয়।
এ বিষয়ে ভোক্তা অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম জানান, খবর পেয়ে সেখানে তারা হাজির হন। এসে দেখেন শুধুই নামি দামি ব্যান্ডের স্ট্রিকারই না। এমনকি বিএসটিআইএর স্টিকারও তারা নকল করে ওই বোতলে লাগিয়ে দিচ্ছে। এসময় বিভিন্ন সরজ্ঞাম উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও কারখানা বন্ধ ঘোষনা করা হয়। একই সাথে ঘটনাস্থলেই জব্দ মালামাল পুড়িয়ে ধংশ করা হয়।