Sunday, November 3, 2024

যশোরে বালু ইট ব্যবসায়ী সাগর হোসেন হত্যা মামলার আসামী তরিকুল র‌্যাবের হাতে গ্রেফতার

- Advertisement -

যশোর সদরের ভেকুটিয়া কলোনীপাড়ার সাগর হোসেন (৩৪) হত্যা মামলার আসামী তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্প। সে সদর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত উজির আলীর ছেলে।

গত ৭ অক্টোবর বিকালে সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া বাজারে দৃস্কৃতিকারীরা হামলা চালিয়ে সাগর হোসেনকে পায়ে,বুকে ও মাথায় জিআই পাইপ,লাঠি ও হাতুড়ী দিয়ে গুরুতর আঘাত করে। সাগর হোসেন দেলোয়ার হোসেনের ছেলে। এলাকায় তার বালু ও মাটির ব্যবসা রয়েছে। ব্যবসাকে কেন্দ্র করে এলাকায় মানুষের সাতে বিরোধ চরছিল। বিরোধ চলাকালে ওই দিন বিকালে সাগর হোসেন আমদাবাদ বাজারে যায়। ওই বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে বিকাল সাড়ে ৫ টার সময় ভেকুটিয়া বাজারে পৌছালে কিছু দুস্কৃতিকারীরা পূর্ব পরিকল্পিতভাবে অতর্কিত হামলা করে এলোপাতাড়ীভাবে মারপিট করে চলে যায়। সাগর হোসেনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার করে। তাকে ঢাকা নেওয়ার পথে গভীর রাতে মারা যায়। এ ঘটনায় নিহতর ভাই বাদি হয়ে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। উক্ত মামলায় তরিকুল ইসলাম গা ঢাকা দেয়। পরে র‌্যাবের একটি দল তাকে গ্রেফতার করে।

-রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত