Monday, September 16, 2024

যশোরে বাড়ির সামনে প্রবাসীকে গুলি করে হত্যা

- Advertisement -

যশোরের চুড়ামনকাটিতে এক প্রবাসীকে বাড়ির গেটের সামনে গুলি করে হত্যা করেছে দূর্বিত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১১ টায় চুড়ামনকাটির বাজিয়াটোলা গ্রামে। নিহত মেহের আলী কুয়েত প্রবাসী। তিনি গত ২৪ আগস্ট তিনি দেশে এসেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেহের আলীর শ্যালক আলী হোসেন।

তিনি জানান, রাতে তিনি বাড়ির দরজা আটকে গিয়েছিলেন। এমন সময় দূর্বিত্বরা তাকে গুলি করে। যা তার মাথায় লাগে। প্রচন্ড রক্তক্ষরণ হয়। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। লাশ বর্তমানে মর্গে রয়েছে।

তিনি আরও জানান, আওয়ামীগের সরকারের আমলে এলাকার চিহ্নিত কিছু যুবক তার কাছে চাঁদাদাবি করে। তারা সকলেই আওয়ামীলী সমর্থিত। এরমাঝে সরকারের পতন হয়। সরকার পতনের পর তার দুলাভাই এলাকায় আনন্দ উল্লাস করেছিলেন। তবে, মেহের আলী কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না বলে দাবি করেন আলী হোসেন। তিনি জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় জানানো হয়েছে। এবং দুইজনকে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।

এ বিষয়ে যশোর ২৫০ শ্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালের জরুরী বিভাগের ডাক্তার রেজওয়ান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মাথা দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ডিউটি অফিসার এসআই আকতার হোসেন জানান, তিনি শুনেছেন। তবে এ বিষয়ে লিখিত ভাবে কেউ জানায়নি। আটকের বিষয়ে তিনি বলেন, সেনাবাহিনী সন্দেহজনকভাবে ঘোরাঘুরির জন্য দুইজনকে আটক করে থানায় দিয়েছে।

বিশেষ প্রতিনিধি

 

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত