Sunday, November 10, 2024

যশোরে প্রাত্তন স্বামীর হাতে নারী খুন

- Advertisement -

যশোরে নূর নাজমা (৩০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তার প্রাক্তন স্বামী। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে সাড়ে ৩টার দিকে সদর উপজেলার চাঁচড়া গোয়ালদাহ মিকুল ব্রিকসের পাশে।

নুর নাজমা গোয়ালদাহ মিয়া পাড়ার মশিয়ার রহমানের মেয়ে।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, নূর নাজমার বিয়ে একই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে সালাউদ্দিনের (৪১) সাথে। মাত্র চারমাস আগে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কের অবনতি ঘটে। নুর নাজমা তার স্বামী সালাউদ্দিনকে তালাক দিয়ে দেন। সালাউদ্দিন মূলত ভবঘুরে ধরনের। তালাক প্রাপ্ত হওয়ার পর সে ক্ষিপ্ত হয়ে উঠে। শুক্রবার সকালের দিকে সালাউদ্দিন তার প্রাক্তন স্ত্রী নুর নাজমার বাড়িতে যান এবং গালিগালাজ করেন। দুপুর সোয়া তিনটার দিকে নুর নাজমা তার পালিত গরু দেখার জন্য স্থানীয় পিকুল ব্রিকসের পাশে যান। সেখানে আগেই লুকিয়ে ছিলেন সালাউদ্দিন। তিনি একটি ধারালো অস্ত্র দিয়ে নুর নাজমাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এরপর নাজমাকে সেখানে পড়ে থাকতে দেখেন একই এলাকার রুস্তম আলীর মেয়ে শীলা। তিনি সকলকে সংবাদ দিলে স্থানীয় লোকজন পুলিশে সংবাদ দেয়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পরে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল জুয়েল ইমরানসহ উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ আসামি আটকের জন্য অভিযান চালাচ্ছে।

রাতদিন সংবাদ/আর কে-০৬

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত