Monday, December 2, 2024

যশোরে প্রকাশ্যে প্রবাসীর কাছ থেকে ছিনতাই

- Advertisement -

যশোরে প্রকাশ্যে দিন-দুপুরে এক প্রবাসীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে শহরের বিমানবন্দর সড়কের ইংলিশ স্কুলের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা এক হাজার মালয়েশিয়া রিংগিত ও ১৫ হাজার বাংলাদেশি টাকা নিয়ে নেয়। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদালীপুর গ্রামের হেকমত আলীর ছেলে মালয়েশিয়া প্রবাসী আবু তাহের। তিনি সোমবার মালয়েশিয়ায় যাওয়ার জন্য স্ত্রীসহ যশোর বিমান বন্দরে যাচ্ছিলেন। পথের মধ্যে যশোর ইংলিশ স্কুলের সামনে পৌছালে (যশোর-ল-১৬-৮৭২৮) নম্বরের একটি মোটর সাইকেল যোগে দুই দুর্বৃত্ত এসে তাদের গতিরোধ করে। ধারালো অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা এক হাজার মালয়েশিয়া রিংগিত ও ১৫ হাজার বাংলাদেশি টাকা নিয়ে নেয়।

এসময় ছিনতাইকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিট করতে উদ্যাত্ত হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় একটি অভিযোগ করা হয়েছে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত