Wednesday, December 4, 2024

যশোরে পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেয়ায় তিন যুবক আটক 

- Advertisement -

যশোর পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে তিন যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) যশোর আব্দুর রাজ্জাক কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, জামালপুরের বরিশাবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. মিলনের ছেলে শিপন হোসেন রাসেল (২২), শেরপুরের শ্রীবর্দি উপজেলার গৌরজরিনা গ্রামের ছবর আলীর ছেলে সামিউল হক (৩০) ও নেত্রকোনার সদর উপজেলার দুর্গাশ্রম গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে সরোয়ার হোসেন (২৮) ।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান,  যশোরে পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা ছিল। শহরের আব্দুর রাজ্জাক কলেজে কেন্দ্রে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষার্থীদের আইডি কার্ড যাচাইকালে দেখা যায় পরীক্ষার্থী আলিমুলের স্থলে পরীক্ষা দিচ্ছে শিপন হোসেন রাসেল, মোহাম্মদ রাসেলের স্থলে পরীক্ষা দিচ্ছে শামিউল হক ও রাকিবুলের স্থলে পরীক্ষা দিচ্ছে সানোয়ার হোসেন। ওই সময়ই ওই তিনজনকে আটক করা হয়।

ওসি আরো বলেন, আটক তিনজনের বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ এনে নিয়মিত মামলা করা হয়েছে।

রাতদিন সংবাদ/আর কে-০৬

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত