- Advertisement -
মাদক পাচারকারীদরে পিছু ধাওয়া করে একটি মোটরসাইকলে ও ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে যশোর ডিবি পুলিশ। তবে পুলিশ কোন আসামি আটক করতে পারিনি।
ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান জানয়িছেনে, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সূত্রে জানতে পারেন বেনাপোল থেকেএকটি পালসার মোটরসাইকেলে করে যশোরের দিকে আসছে এমন সংবাদ সংবাদ পেয়ে চাঁচড়া চেকপোস্ট এলাকায় অবস্থানকালে গাড়ি গাড়িটি ধাওয়া করে কাজীপুর এলাকার একটি মাছের হ্যাচারীর সামনে থেকে মোটরসাইকেল আটক না করতে পারলেও একটি ব্যাগ ও মোটরসাইকল পরে ওই ব্যাগ উদ্ধার করে তার মধ্যে থকেে ২৪ বোতল রয়লেস্টজে ব্রান্ডরে মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়ছে।
-রাতদিন সংবাদ
- Advertisement -