- Advertisement -
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা দুই কেজি গাঁজাসহ সাইদুর ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
তিনি সদর উপজেলার চাউলিয়া পূর্বপাড়ার হোসেন আলী মোল্লার ছেলে।
উপপরিদর্শক এসএম শাহীন পারভেজ জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে সাইদুরের বাড়ি গিয়ে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ঘরের খটের নিচে প্লাস্টিকের ব্যাগের মধ্যে স্কসটেপ দিয়ে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি আর জানান, সাইদুর ইসলাম মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।
এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। তার সাথে অন্যকারা রয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রাতদিন সংবাদ/আর কে-১০
- Advertisement -