আঁধা কেজি গাঁজাসহ শেফালী বেগম নামে এক নারী মাদক বিক্রেতাকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। তিনি বেনাপোল পোর্ট থানার অন্তর্গত দূর্গাপুর পশ্চিম পাড়ার মৃত দেলোয়ার হোসেন দুলালের স্ত্রী। চাঁচড়া ফাঁড়ি পুলিশ সকালে যশোর চাঁচড়া চেকপোষ্ট শ্রমিক ভবনের সামনে থেকে তাকে গ্রেফাতার করে। চাঁচড়া ফাঁড়ির এসআই মফিজুর রহমান জানান, শুক্রবার সকালে গোপন সূত্রে খবর পান এক নারী মাদক বিক্রেতা মাদকদ্রব্য নিয়ে চাঁচড়া চেকপোষ্ট শ্রমিক ভবনের সামনে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে সকাল ৯ টায় পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে নারী মাদকবহনকারী শেফালী দৌড়ে পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার দখল হতে ৫শ’ গ্রাম ওজনের গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন তিনি। দুপুরে শেফালী বেগমকে আদালতে সোপর্দ করা হয়।
রাতদিন সংবাদ