যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামস্থ আইনালের মোড় নামকস্থানে চিহ্নিত অপরাধীরা দুই ইজিবাইক গতিরোধ করে চারজনকে মারপিট পূর্বক টাকা ছিনতাই ও ২ বস্তা সোলার পাউডার ও ৫০ পিস বাল্ব নিয়ে গেছে। এ ঘটনায় ৫ ছিনতাইকারীর বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার কাশিমপুর দফাদারপাড়ার মহিউদ্দিন দফাদারের ছেলে ইসরাইল হোসেন, ইব্রাহিম হোসেন,মাসুদ হোসেন,মৃত মকবুল দফাদারের ছেলে আকতার হোসেন ও কাশিমপুর মন্ডল পাড়ার লিয়াকত আলীর ছেলে সোহেল।
যশোর সদর উপজেলার নতুন উপশহর সারথী মিলের পাশের্^ নিয়ামত মন্ডলের মেয়ে জাহানারা বেগম বাদি হয়ে শুক্রবার দুপুরে কোতয়ালি মডেল থানায় উল্লেখিত আসামীদের নাম উল্লেখ করে দায়েরকৃত এজাহারে বলেছেন, তিনি কাপড় কাচার সোলার পাউডার ও এনার্জি বাল্ব ব্যবসা করে। তার মালামাল নতুন উপশহর সারথী মিলের পাশের্^ মিজানের ছেলে তারেক হোসেন, আকবরের ছেলে মিলন,সামাদ মন্ডলের ছেলে শাহিন প্রতিদিন সকালে দু’টি ইজিবাইক যোগে বিক্রি করতে বের হয়। ২৪ জুন দিন ব্যাপী সোলার পাউডার ও এনার্জি বাল্ব বিক্রি করে তারেক হোসেন ও মিলন সন্ধ্যারাতে ফিরছিল। রাত ৮ টায় তারা দু’জন সদর উপজেলার কাশিমপু গ্রামের আইনালের মোড় নামকস্থানে পৌছালে ইসরাইল হোসেনসহ উল্লেখিত আসামীরা তাদের ইজিবাইকের গতিরোধ করে। এসময় তারেক হোসেনের কাছ থেকে নগদ ৮ হাজার টাকা, ২ বস্তা পাউডার যার মূল্য ৪ হাজার টাকা ছিনিয়ে মারপিট পূর্বক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এর পর শাহিন ও আলিমুল রাত ৯ টায় উক্ত স্থানে পৌছালে উক্ত আসামীদের তাদেরকে মারপিট পূর্বক নগদ ২২ হাজার টাকা ৫ হাজার টাকা মূল্যের ৫০টি বাল্ব ও ইজিবাইক ভেঙ্গে ১০ হাজার ক্ষতি সাধন করে। গুরুতর জখম অবস্থায় আহতরা উক্ত ইজিবাইকে উঠে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আসলে গুরুতর জখমদেরকে ভর্তি করে।
বিশেষ প্রতিনিধি