যশোর পিবিআই এ বৃহস্পতিবার প্রতারকচক্রের হোতা বিপ্লব শেখকে আটক করেছে । সে মাগুরার,শ্রীপুর থানার চর মহেশপুর গ্রামের মোহাম্মদ শেখের ছেলে। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন বিভিন্ন কোম্পানীর সীম কার্ড উদ্ধার করা হয়। আটক বিপ্লব জিজ্ঞাসাবাদে জানায়, যে, তারা একত্রে ৪০/৫০ জন বিকাশে প্রতারণা করে বিকাশ একাউন্ট থেকে টাকা উঠিয়ে নেয়। যশোর, মাগুরা, ঝিনাইদহ, ফরিদপুর, রাজবাড়ী, ঢাকা, কুষ্টিয়া, খুলনা, বরিশাল সহ অন্যান্য শহরে তাদের দলের লোকজন আছে। বিকাশ দপ্তর ও বিকাশের এজেন্ট সেজে প্রতারণার মাধ্যমে বিভিন্ন বিকাশ একাউন্টের টাকা হাতিয়ে নেয়াই তাদের মূল উদ্দেশ্য। বিভিন্ন পত্রিকায় বিকাশে প্রতারণার সংবাদ দেখে পিবিআই, যশোর অনুসন্ধান শুরু করে। এ সময়ে বিকাশ প্রতারকচক্রের সন্ধান পেয়ে সাদমান আকিব হৃদয়সহ চার জনকে গ্রেফতার করে পিবিআই, যশোর।এব্যাপারে এসআই স্নেহাশীষ দাশ বাদী হয়ে যশোর কোতয়ালী থানার মামলা করেন। আসামী আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
রাতদিন সংবাদ