Saturday, October 5, 2024

মসজিদের দান বক্সের টাকা ভাগাভাগি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

- Advertisement -

হবিগঞ্জের বানিয়াচংয়ে মসজিদের দান বক্সের জমা টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক লোকজন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর মজলিশপুর জামে মসজিদের সাবেক সভাপতি আনুয়ার মিয়া দান বক্সের টাকা নিতে গেলে মেম্বার মনসুর মিয়ার পক্ষের মুসল্লিরা বাধা দেন। এ নিয়ে মসজিদের ভেতরেই দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র, টেঁটা, বল্লম, রামদাসহ ইটপাটকেল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। পরে সেনাবাহিনী-পুলিশের চেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।  

আহতরা হলেন- মজলিশপুর গ্রামের মৃত আনফর উল্লার ছেলে শামীম মিয়া (৪২), একই গ্রামের হিরণ মিয়ার ছেলে রাশেদ মিয়া (৩০), রফিক মিয়ার ছেলে এনামুল মিয়া (৩০), রশিদ মিয়ার ছেলে ডালিম মিয়া (২৫), রহমান উল্লার ছেলে সাজু মিয়া (৩৫), আব্দুল হামিদ (৫০), মগল উল্লার ছেলে জুবেদ মিয়া (৬৫), জুবেদ মিয়ার ছেলে মনছুর মিয়া (৩৫), লাল মিয়ার ছেলে জিয়ায়ুর মিয়া (৩৪), বাচ্চু মিয়া (৫০), শবেকদর মিয়ার ছেলে রাকাত মিয়া (১৮), আলী আমজাদ মিয়ার ছেলে আকিবুর মিয়া (২০), লাল মিয়ার ছেলে আজাদ মিয়া (২২), জাহের আলির ছেলে আছকির মিয়াসহ (৩০) অনেকেই। তাদের সবাইকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা দেয়া হচ্ছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত মজলিশপুর গ্রামে নেতৃত্বকে কেন্দ্র করে বিরোধ চলছে। এনিয়ে একাধিকবার সালিশ-বৈঠকে মীমাংসা করা হয়েছে।

এবিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মসজিদে মোতাওয়াল্লির সঙ্গে কথা কাটাকাটি হলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

রাতদিন-অনলাইন ডেস্ক-

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত